Site icon Jamuna Television

পাবনায় অক্সিজেন সিলিন্ডার জালিয়াতিতে যুক্ত প্রতারক চক্র গ্রেফতার

করোনা রোগীদের জন্য আবশ্যক অক্সিজেন সিলিন্ডার নিয়ে জালিয়াতিতে যুক্ত অসাধু চক্র গ্রেফতার।

সারা দেশে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে, মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত,তখন পাবনা জেলায় একটি অসাধু চক্র নিজেদের স্বার্থে হাসপাতালে আগত রোগীদের বিভ্রান্ত করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ব্যবসা করছে। এ সংক্রান্তে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) পাবনা জেলা গোয়েন্দা শাখা পাবনা সদর হাসপাতালে এক অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে অক্সিজেন সিলিন্ডার হেফাজতে রেখে হাসপাতালে অক্সিজেনের সংকট আছে এই কথা প্রচার করে রোগীদের বিভ্রান্ত করা ও বেশী মূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করার অপরাধে পাবনা জেনারেল হাসপাতালের সামনে ধৃত আসামী (১) মাসুদুর রহমান (৪৫), (২) কাজী আকাশ (২৫) কে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাস করে কারাদণ্ড, ও (৩) আফজাল হোসেন (২৫), (৪) জীবন (২২) কে পনের দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে আসামিদের নিকট হতে ১৪ টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয়।

Exit mobile version