Site icon Jamuna Television

অবাক হয়েছেন তামিম

জিম্বাবুয়ের বিরূদ্ধে ১ম ওয়ানডে'র আগে অধিনায়ক তামিম ইকবাল।

১ম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াতে বাকি নেই ২৪ ঘণ্টা, কিন্তু এখনও একাদশ ঘোষণা করেনি স্বাগতিক জিম্বাবুয়ে। এতে অবাক বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তামিম ইকবাল বলেন, ম্যাচের আগে প্রতিদ্বন্দ্বীকে নিয়ে প্ল্যান করতে হয়, এদিকে ২৪ ঘন্টারও কম সময় হাতে। এখন আমাদের টিম মিটিং করার কথা ছিল। কিন্তু জিম্বাবুয়ে স্কোয়াড ঘোষণা না করায় আমরা আমদের টিম মিটিং করতে পারছিনা।

ক্রিকবাজ এর সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে ১ম টেস্টে স্বাগতিকদের হয়ে মাঠে নামেননি জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও বাঁহাতি ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। তাদের দুজনকে নিয়ে শঙ্কা থাকায়ই হয়তো এখনও স্বাগতিকদের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।

আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১.৩০ এ হারারের তাকাশিংগা স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজে ১ম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ।

Exit mobile version