Site icon Jamuna Television

শনিবার থেকে উন্মুক্ত হবে রাজধানীর পশুর হাট

বেচা-কেনার জন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর পশুর হাটগুলো। পুরনো ছবি।

রাজধানী ঢাকার পশুর হাটগুলো আগামী শনিবার (১৭ জুলাই) থেকে বেচা কেনার জন্য উন্মুক্ত করা হবে। এরই মাঝে সব হাটেই পর্যাপ্ত পশু বিক্রয়ের জন্য আনা হয়েছে। অব্যাহত আছে পশু আসা।

এ বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ীসহ মোট ১০টি পশুর হাট বসছে। আর ঢাকা দক্ষিণে বসছে ১১টি।

ইতিমধ্যে বিচ্ছিন্নভাবে বেচা-বিক্রিও শুরু হয়ে গেছে। হাতে গোনা যে কয়েকজন ক্রেতা আসছেন তাদের অভিযোগ দাম বেশি হাঁকছেন ব্যাপারিরা। বিক্রেতারা বলছেন, এবার গরু লালনপালনে খরচ বেশি হয়েছে তাই দাম অপেক্ষাকৃত দাম বেশি।

হাটগুলো মনিটরিং করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে টিম প্রস্তুত করা হয়েছে। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মানতে ক্রেতা ও বিক্রেতা উভয়কে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে মাঠে থাকবে স্বেচ্ছাসেবক ও চিকিৎসক।

Exit mobile version