Site icon Jamuna Television

কলকাতায় শোরুম খুলতে চায় কাকলি ফার্নিচার

কাকলী ফার্ণিচারের শো রুম। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের বাইরে শো রুম খুলতে চায় কাকলি ফার্ণিচার। ব্যাপকভাবে পরিচিত পাওয়া এই ফার্ণিচার শো রুমের কর্ণধার সোহেল রানার বরাত দিয়ে কলকাতার পত্রিকা এই সময় জানিয়েছে, অনুমতি পেলে দেশের বাইরে প্রথম কলকাতাতেই শো রুম খুলতে চান তারা।

সোহেল রানা জানিয়েছেন, তাদের ‘দামে কম মানে ভালো’ বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে তাদের ক্রেতা সমাগম অবিশ্বাস্য হারে বেড়েছে। তারা ব্যবসা আরও বাড়াতে চান। দেশের বাইরে শো রুম খোলার অনুমতি পেলে সবার আগে বেছে নেবেন ভারতের কলকাতাকে।

প্রায় দশ বছর আগে সোহেল রানার বাবা আবুল কাশেমের হাত ধরে শুরু হয় কাকলী ফার্ণিচারের শো রুম। গাজীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত এই ফার্ণিচার দোকানের একটি ভিডিও বিজ্ঞাপন সম্প্রতি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, দুইটি শিশু একটানা বলে যাচ্ছে, দামে কম মানে ভালো কাকলি ফার্ণিচার।

এরপর থেকেই দেশে ও দেশের বাইরে সব বাংলা ভাষাভাষী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিতি পায় এই ফার্ণিচার শো রুম।

Exit mobile version