Site icon Jamuna Television

আসছে অপু বিশ্বাসের নতুন সিনেমা জখম

অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন ছবি জখম এর শ্যুটিং শুরু করার ঘোষণা দিলেন পরিচালক অপূর্ব রানা।

আসছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন ছবি জখম। অপূর্ব রানা পরিচালিত এ ছবিতে নায়কের চরিত্রে থাকবেন জায়েদ খান। জখমে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন।

প্রযোজনা সংস্থা শাপলা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সিনেবাজ অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জখম ছবির ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান, অভিনেতা জাহিদ হাসান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি, বিপাশা কবির, দীঘি প্রমুখ।

জখম ছবিটি নিয়ে পরিচালক অপূর্ব রানা সাংবাদিকদের বলেন, ঈদের পরে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই শ্যুটিং শুরু হবে। এরমধ্যেই শিল্পীদের চূড়ান্ত ও চুক্তিবদ্ধ করা হয়েছে। পরিচালক বলেন, এই সিনেমায় জায়েদ খানকে তিনটি ভিন্নধর্মী লুকে দেখা যাবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে নায়ক জায়েদ খান বলেন, জখম মূলত অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি। আমার চরিত্রের লুকে বৈচিত্র্য থাকবে আপাতত এটুকুই বলতে পারি।

Exit mobile version