Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত জার্মানি ও বেলজিয়ামে কমপক্ষে ৭০ জনের মৃত্যু

বন্যায় বিপর্যস্ত জার্মানি ও বেলজিয়ামে কমপক্ষে ৭০ জনের মৃত্যু

বন্যায় বিপর্যস্ত ইউরোপ। ছবি: সংগৃহীত।

প্রলয়ংকারী বন্যায় বিপর্যস্ত ইউরোপের একাংশ। হিসাব অনুসারে, জার্মানি ও বেলজিয়ামে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৭০ জন। এখনো বহু মানুষ নিখোঁজ।

অধিকাংশ মারা গেছেন জার্মানিতে। দেশটির রাইনল্যান্ড প্যালা-টি-ন্যাট প্রদেশটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে অঞ্চলটির সড়ক যোগাযোগ ব্যবস্থা। এমনকি নৌকার মাধ্যমেও পৌঁছানো সম্ভব হচ্ছে না অনেক লোকালয়ে। তাই দুর্গত এলাকা থেকে হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের। বহু ঘরবাড়ি ও স্থাপনা ধসে পড়ার শঙ্কায় রয়েছে।

এদিকে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বেলজিয়াম সরকার। বন্যায় বিপর্যস্ত নেদারল্যান্ডসও। শুক্রবার পর্যন্ত দেশগুলোয় ভারি বৃষ্টিপাত এবং প্রবল বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দেখতে শুরু করেছে উন্নত দেশগুলো।

এনএনআর/

Exit mobile version