Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ৪০ লাখ ৮২ হাজারের বেশি

বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ৪০ লাখ ৮২ হাজারের বেশি

ছবি: সংগৃহীত

বিশ্বে ৪০ লাখ ৮২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। একদিনেই মৃত্যুবরণ করেন সাড়ে ৮ হাজারের মতো মানুষ।

দৈনিক মৃত্যু তালিকার শীর্ষে ব্রাজিল। বৃহস্পতিবারও করোনার প্রকোপে দেড় হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেন লাতিন দেশটিতে। ৫৩ হাজারের মতো মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটি।

অবশ্য দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। ২৪ ঘণ্টায় দেশটির আরও ৫৭ হাজার মানুষের দেহে পাওয়া গেলো করোনা। এদিন রাশিয়ায় ৭৯১, ভারতে ৫৪৪ ও কলম্বিয়ায় ৪৯৬ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়।

যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে দৈনিক মৃত্যু-সংক্রমণ। বৃহস্পতিবারও ৩৩৩ জনের প্রাণহানি দেখলো মার্কিন মূলুক। বিশ্বে মোট শনাক্ত ১৮ কোটি ৯৭ লাখ সংক্রমণ।

এনএনআর/

Exit mobile version