Site icon Jamuna Television

সৌদিতে হজের আগে জাল সনদ ও ভুয়া টিকাদান চক্রের ১২০ জন গ্রেফতার

চক্রটির সাথে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তাও জড়িত। ছবি: সংগৃহীত

পবিত্র হজের মাত্র দুদিন আগে করোনাভাইরাস পরীক্ষার জাল সনদ ও ভুয়া টিকাদান চক্রে জড়িত ১২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি আরব। চক্রটির সাথে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তাও জড়িত। এছাড়া, ২১ জন জালিয়াতির মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত যাদের বেশিরভাগই বিদেশি।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায়।

চক্রটির বিরুদ্ধে অভিযোগ, তারা ভুয়া টিকা এবং পরীক্ষার জাল সনদ সরবরাহ করতো। বেআইনি সেবা গ্রহীতাদের মধ্যে ৭৬ জন সৌদি আরবের নাগরিক। গ্রেফতারকৃতদের সবাই অভিযোগ স্বীকার করেছে।

উল্লেখ্য, মহামারিকালে অনুষ্ঠিতব্য দ্বিতীয় হজে ভ্যাকসিন গ্রহণের সনদধারী ৬০ হাজার জন অংশ নিতে পারবেন। তবে তাদেরও মানতে হবে কঠোর করোনা শিষ্টাচার। শনিবার সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন হজব্রত পালনে অনুমতিপ্রাপ্তরা। ১৮ জুলাই শুরু হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

Exit mobile version