Site icon Jamuna Television

করোনায় মারা গেলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব

অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসব তথ্য নিশ্চিত করেছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার সাইফ সানতু।

আহসান হাবীব সস্ত্রীক করোনা আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। সপ্তাহখানেক ধরে আহসান হাবীবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আক্রান্ত হবার কদিনের মাথায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। তিনি ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত। আহসান হাবীব ৩৩তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের সন্তান।

ইউএইচ/

Exit mobile version