Site icon Jamuna Television

ড. মুহাম্মদ ইউনুসকে বিশেষ সম্মাননা দিচ্ছে অলিম্পিক

অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই সম্মাননা ট্রফি পেতে যাচ্ছেন ড. ইউনুস।

নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে বিশেষ সম্মাননা দেবে অলিম্পিক আয়োজক কমিটি।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই সম্মাননা ট্রফি পেতে যাচ্ছেন ড. ইউনুস।

আগামী ২৩ জুলাই জাপানে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে লরেল সম্মাননা দেয়া হবে তাকে। ক্রীড়ার উন্নয়নে ড. ইউনুসের ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে সম্মানিত করতে এই ট্রফি দেয়া হচ্ছে। এর আগে ২০১৬ রিও অলিম্পিকে এই ট্রফি পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়াড কিপ কেইনো।

Exit mobile version