Site icon Jamuna Television

উত্তরপ্রদেশের পাঠক্রম থেকে বাদ পড়ছেন রবীন্দ্রনাথ, যুক্ত হচ্ছেন রামদেব আর যোগী আদিত্যনাথ

রবীন্দ্রনাথ ঠাকুর ও রামদেব। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির পাঠক্রম থেকে বাদ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প। বর্তমান শিক্ষাবর্ষে যোগী সরকারের প্রণয়ন করা এনসিইআরটি-র নতুন সিলেবাসে দ্বাদশ শ্রেণির ইংরেজি বইতে ‘ছুটি’ গল্পের ইংরেজি অনুবাদ ‘দ্য হোম কামিং’-এর পাশাপাশি বাদ পড়েছে সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের প্রবন্ধ ‘দ্য উইমেনস এডুকেশন’। ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি খবরে এমনই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে কিছু দিন আগেই একটি বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠক্রমে রামদেব ও যোগী আদিত্যনাথের লেখা দুটি বই অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে জোরালো বিতর্কের মধ্যেই রবীন্দ্রনাথ ও রাধাকৃষ্ণণের লেখা বাদ দেয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা।

এছাড়াও দ্বাদশ শ্রেণির পাঠ্যতালিকা থেকে বাদ পড়েছেন আরকে নারায়ণ, মুকুল আনন্দ এমনকি পার্সি বিশি শেলিও। এছাড়াও দশম শ্রেণির বই থেকে বাদ পড়েছে সরোজিনী নাইডুর কবিতাও।

Exit mobile version