Site icon Jamuna Television

প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে অনেকে; উদাসীন স্বাস্থ্যবিধির ব্যাপারে

প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে অনেকে; উদাসীন স্বাস্থ্যবিধির ব্যাপারে

ছবি: সংগৃহীত

প্রিয়জনের সাথে ঈদ করতে আগেভাগেই রাজধানী ছাড়ছে মানুষ। বাস-ট্রেন-লঞ্চে যে যেভাবে পারছেন ধরছেন বাড়ির পথ।

মুন্সিগঞ্জ শিমুলিয়া লঞ্চঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের উপচেপড়া ভিড়। লঞ্চগুলোয় সক্ষমতার অর্ধেক যাত্রী নেয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। অনেকটাই উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরিতেও পারাপার হচ্ছেন যাত্রীরা। শিমুলিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় গাড়ির দীর্ঘ সারি। এই রুটে ১৩টি ফেরি ও ৮২টি লঞ্চ চলাচল করছে।

আরেক ব্যস্ততম নৌ রুট পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীচাপ তুলনামূলক কম। এদিকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে কোরবানির পশু ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘজট দেখা দিয়েছে।

গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাভারের বারইপাড়া থেকে পল্লীবিদ্যুৎ পর্যন্ত দেখা দিয়েছে যানজট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষকে। দূরপাল্লার বাসের পাশাপাশি এই পথে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে কয়েক কিলোমিটার এলাকায় থেমে থমে চলছে গাড়ি। যানজট নিরসনে কাজ করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কেও গাড়ির চাপ রয়েছে।

এনএনআর/

Exit mobile version