Site icon Jamuna Television

চল্লিশ না ছুঁতেই তামিম ও সাকিবকে তুলে নিলো জিম্বাবুয়ে

শূন্য রানে তামিম ও ১৯ রানে সাকিবকে শিকার করে উচ্ছ্বসিত জিম্বাবুয়ে। ছবি: সংগৃহীত

প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।

প্রথম ওভার মেডেন দিয়ে দুর্দান্ত শুরু করেন মুজারাবানি। নিজের দ্বিতীয় ওভারে তামিম ইকবালকে তুলে নেন মুজারাবানি। ১৯ রান করে সাকিবেও শিকার হন তার।

একাদশ থেকে বাদ পড়েছেন নাঈম শেখ। ইনজুরির কারণে নেই মোস্তাফিজুর রহমান। নেই মুশফিকুর রহিমও। তার অনুপস্থিতিতেও একাদশে যায়গা হয়নি প্রিমিয়ার লিগে দারুণ খেলে তিন ফরম্যাটে জায়গা করে নেয়া নুরুল হাসান সোহানের। তবে ফিরেছেন লিটন দাস। শেষ মুহুর্তে দল ঘোষণা করা জিম্বাবুয়ের অধিনায়কত্ব করছেন ব্রেন্ডন টেইলর।

Exit mobile version