Site icon Jamuna Television

হারারেতে খুঁড়িয়ে চলছে টাইগাররা

লিটন আর মাহমুদউল্লাহর ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

হারারেতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে ৪ উইকেট হারিয়ে প্রতিবেদনটি করা পর্যন্ত ৩৩ ওভারে টাইগারদের সংগ্রহ ১৪৪ রান।

দলের স্কোরবোর্ডকে বিন্দুমাত্র বিরক্ত না করেই ফিরে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। দলীয় ৩২ রানে ব্যক্তিগত ১৯ রান করে ফিরে যান সাকিব আল হাসান। তারপর মোহাম্মদ মিথুন ১৯ ও মোসাদ্দেক হোসেন ৫ রান করে আউট হলে ৭২ রানে ৪ উইকেট চলে যায় টাইগারদের।

ওপেনার লিটন দাস তবু একমাত্র আগলে পাল্টা আক্রমণ করে যাচ্ছেন। মাহমুদউল্লাহর সাথে জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা চালাচ্ছেন তিনি। লিটন ৬৫ ও মাহমুদউল্লাহ ২৮ রান করে ক্রিজে আছেন।

জিম্বাবুয়ের মুজারাবানি ২টি, চাতারা ও এনগারাভা নিয়েছেন ১টি করে উইকেট।

Exit mobile version