Site icon Jamuna Television

লিটনের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ

ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরির পর লিটন দাস।

ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরির মাধ্যমে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশকে সুবিধাজনক অবস্থায় নিয়ে গেছেন লিটন দাস। ১১৪ বলে ১০২ রানের দারুণ ইনিংসটিতে লিটন মেরেছেন ৮টি বাউন্ডারি। সেঞ্চুরির পরপরই এনগারাভার বলে পুল শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভারে ৬ উইকেটে ২১১। উইকেটে আছেন আফিফ হোসেন ও মেহেদি মিরাজ। ক্রিজে সেট হয়ে যাওয়া আফিস খেলছেন ২৩ বলে ২১ রান নিয়ে। জিম্বাবুয়েকে বড় টার্গেট দেয়ার বাকি দায়িত্বটি নিতে হবে এই দুই ব্যাটারকেই।

Exit mobile version