Site icon Jamuna Television

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ১৯ কোটি ছাড়িয়েছে

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ১৯ কোটি ছাড়িয়েছে

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ৪০ লাখ ৯১ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। একদিনেই মৃত্যুবরণ করেছেন সাড়ে ৮ হাজারের মতো মানুষ।

আবারও দৈনিক মৃত্যু তালিকার শীর্ষে ব্রাজিল। বৃহস্পতিবারও করোনার প্রকোপে প্রায় দেড় হাজার মানুষ মৃত্যুবরণ করেন লাতিন দেশটিতে। ৪৫ হাজারের মতো মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটি।

এদিকে ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১২শ’র বেশি মানুষের। দেশটির আরও ৫৪ হাজার মানুষের দেহে পাওয়া গেছে করোনা। এদিন রাশিয়ায় ৭৯৯, ভারতে ৫৬০ ও কলম্বিয়ায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে ২৮৭ জনের। বিশ্বে মোট শনাক্ত ১৯ কোটি ছাড়িয়েছে।

এনএনআর/

Exit mobile version