Site icon Jamuna Television

মালান-ডি ককের সেঞ্চুরিতে জিতলো দক্ষিণ আফ্রিকা

আইরিশদের ৭০ রানে হারিয়েছে প্রোটিয়ারা।

৩ ম্যাচ সিরিজের শেষ একদিনের ম্যাচে আইরিশদের ৭০ রানে হারিয়েছে প্রোটিয়ারা। এই জয়ের ফলে ১-১ সমতায় সিরিজ বাঁচালো দক্ষিণ আফ্রিকা।

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাবার পর ২য় ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৪৩ রানে হেরে সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। তাই শেষ একদিনের ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে সফররতরা।

উদ্বোধনী জুটিতে মালান-ডি কক ২২৫ রান করলে বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। ডি ককের ১২০ আর মালানের অপরাজিত ১৭৭ রানে ভর করে শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩৪৬ রান করে প্রোটিয়ারা। ৩৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আইরিশরা। দলীয় ৯২ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। তবে ৮ নম্বরে ব্যাট করতে নেমে সিমি সিং সেঞ্চুরি তুলে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন।

ক্যাম্ফারের ৫৪ আর সিমি সিং-এর অপরাজিত ১০০ রানে শেষ পর্যন্ত ২৭৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। সোমবার থেকে শুরু হবে দুই দলের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ইউএইচ/

Exit mobile version