Site icon Jamuna Television

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের চিত্র

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এতে করে পাঁচ বিক্রমহাটি থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জানা যায়, মধ্যরাত থেকেই ঘরমুখী যানবাহনের চাপ বেড়েছে। এ সময় বঙ্গবন্ধু সেতুর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সেতু থেকে টাঙ্গাইলের বিক্রমহাটি পর্যন্ত ১৮ কিমি রূপ নেয়।

যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

এনএনআর/

Exit mobile version