Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান

প্রথম টি-টোয়েন্টিতে ৩১ রানে ইংলিশদের হারিয়েছে পাকিস্তান।

ওয়ানডেতে হোয়াইটওয়াশ হবার পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ৩ ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টিতে ৩১ রানে ইংলিশদের হারিয়েছে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দেড়শ’ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন রিজওয়ান আর বাবর আজম। রিজওয়ান ৬৩ আর অধিনায়ক বাবর করেন ৮৫ রান। শেষ দিকে ফখর জামানের ঝড়ো ২৬ আর মাকসুদ-হাফিজদের ছোট্ট ক্যামিওতে ৬ উইকেটে ২৩২ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। তবে মিডল অর্ডারে লিয়াম লিভিংস্টোনের সেঞ্চুরিতে জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখে স্বাগতিকরা। ৪৩ বলে ৯ ছক্কা আর ৬ চারে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন লিভিংস্টোন। দলীয় ১৮৩ রানে শাদাব খানের বলে তিনি আউট হলে শেষ হয়ে যায় ইংলিশদের জয়ের সম্ভাবনা।

৪ বল বাকি থাকতে শেষ পর্যন্ত ২০১ রানে অল আউট হয় ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাচসেরা হওয়া শাহিন শাহ আফ্রিদি আর শাদাব খান।

ইউএইচ/

Exit mobile version