Site icon Jamuna Television

শেষ ম্যাচে অজিদের ১৬ রানে হারিয়েছে ক্যারিবিয়রা

৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে অজিদের ১৬ রানে হারিয়েছে ক্যারিবিয়রা।

৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে অজিদের ১৬ রানে হারিয়েছে ক্যারিবিয়রা। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলো উইন্ডিজ।

আগেই সিরিজ নিশ্চিত হওয়া ক্যারিবিয়রা শেষ ম্যাচেও দারুণ শুরু করে। এভিন লুইসের ৩৪ বলে ঝড়ো ৭৯ রানে ভর করে বিশাল সংগ্রহের ভিত পায় উইন্ডিজ। মাঝে পুরান, গেইল, সিমন্সদের মাঝারি ইনিংসে ৮ উইকেটে ১৯৯ রানে থামে তাদের ইনিংস।

২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্য রানে জশ ফিলিপের উইকেট হারিয়ে চাপে পরে অস্ট্রেলিয়া। অবশ্য ফিঞ্চ-মার্শের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফররতরা। যদিও গোটা সিরিজের মত এই ম্যাচেও ব্যর্থ ছিলো অজি ব্যাটাররা। আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় ৯ উইকেটে ১৮৩ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

ইউএইচ/

Exit mobile version