Site icon Jamuna Television

কান চলচ্চিত্র উৎসব: আঁ সার্তে রিগা বিভাগে সেরা ‘আনফ্লেচিং দা ফিস্টস’

কান চলচ্চিত্র উৎসব: আঁ সার্তে রিগা বিভাগে সেরা 'আনফ্লেচিং দা ফিস্টস'

ছবি: সংগৃহীত

৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে সেরার পুরস্কার জিতেছে কিরা কোভালেনকোর রাশিয়ান ড্রামা ‘আনক্লেচিং দ্য ফিস্টস’। এ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের সিনেমা রেহেনা মরিয়ম নূর। এছাড়া ওই বিভাগে স্পেশাল মেনশনে পুরস্কার পেয়েছে নোচে দে ফুয়েগো মুভিটি।

এছাড়া সেরা মৌলিকে ল্যাম্ব এবং জুরি পুরস্কার পেয়েছে গ্রেট ফ্রিডম। উৎসবের ৭৪তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি চলচ্চিত্র মনোনয়ন পায় এই বিভাগে।

আজ স্থানীয় সময় রাতে ঘোষণা করা হবে স্বর্ণ পাম জয়ী মুভির নাম।

এনএনআর/

Exit mobile version