Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি মেনেই কমলাপুর ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো

স্বাস্থ্যবিধি মেনেই কমলাপুর ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো: স্বাস্থ্যবিধি মেনেই কমলাপুর ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো

ছবি: সংগৃহীত

ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মেনেই স্টেশন ছাড়ছে ট্রেন। সকাল থেকে বেশ ক’টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

নেই কোনো শিডিউল বিপর্যয়। এখনও যাত্রী চাপ তেমন না থাকায় স্বাস্থ্যবিধি মানাতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ। এছাড়া ট্রেনে ওঠার আগে দেয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাবস। ট্রেন কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা।

স্টেশন ম্যানেজার জানিয়েছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতে অর্ধেক আসনের টিকিট বিক্রি হয়েছে। এবারের ঈদে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার ট্রেন চলবে সারা দেশে। এর মধ্যে ঢাকা ছেড়ে যাবে ২৫ জোড়া আন্তঃনগর ও ৯ জোড়া মেইল কমিউটার ট্রেন।

এনএনআর/

Exit mobile version