জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন লিওনেল মেসি। তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্পেনের আদালত।
অভিযোগ আনা ফেডেরিকো রেত্তোরি নামক আর্জেন্টাইন ব্যক্তি নিজেকে মেসির ছায়া সংস্থার কর্মী দাবি করলেও সেটির কোনো প্রমাণ পায়নি আদালত। ‘এল বুয়েন ক্যামিনো’ নামক এক সংস্থার প্রধান হিসেবে নাম পাওয়া গিয়েছে রেত্তোরির।
দীর্ঘ দুই বছর মেসির সংস্থায় তদন্ত চালিয়েও অবৈধ কিছু চোখে পড়েনি বলে জানিয়েছে আদালত। ২০২০ সালে রোত্তোরি মেসির বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছিলেন।

