Site icon Jamuna Television

প্রায় আড়াই লাখ একর বনভূমি পুড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য

প্রায় আড়াই লাখ একর বনভূমি পুড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য

ছবি: সংগৃহীত

তীব্র দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্য। গেলো ১০ দিনে পুড়ে ছাই প্রায় আড়াই লাখ একর বনভূমি। প্রতিদিন কয়েক মাইল এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন।

সবমিলিয়ে এখন আগুন জ্বলছে প্রায় এক হাজার বর্গকিলোমিটার এলাকায়। শুধু শুক্রবার রাতেই পুড়ে গেছে ৬৭টি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত আরও প্রায় দেড়শ স্থাপনা। হুমকির মুখে অন্তত পাঁচ হাজার বসত বাড়ি।

এছাড়া প্রাণহানি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে দুই হাজার বাসিন্দাকে। জারি করা হয়েছে সতর্কতা। বিমানের মাধ্যমে রাসায়নিক ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ারসার্ভিস কর্মীরা।

তবে এখনও অনিয়ন্ত্রিত আগুন। ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দিকে। শুষ্ক বাতাসের প্রভাবে আগুন দ্রুত ছড়াচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই তাপদাহ ও দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল।

এনএনআর/

Exit mobile version