অতিলোভী কিছু গরু ব্যবসায়ীর জন্য সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ৯৬ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির আধুনিকায়নে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার।
মন্ত্রী আরও বলেন, সীমান্ত সুরক্ষিত করতে ত্রিমাত্রিক এ বাহিনীর আধুনিকায়নে এরই মধ্যে সার্ভেইলেন্স ইকুইপমেন্ট স্থাপন, এটিভি ও অত্যাধুনিক এপিসি, রায়ট কন্ট্রোল ভেহিক্যাল, ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান, অত্যাধুনিক এন্টি ট্যাংক গাইডেড উইপন সংযোজন করা হয়েছে। ভুল বোঝাবুঝি আর অতিলোভ সীমান্তে হত্যার কারণ।
এ সময় সীমান্তের নানা সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান বাহিনীর মহাপরিচালক। দেশের ৯টি ভেন্যুতে মোট ২ হাজার ৭৩৬ জন এই ব্যাচের প্রশিক্ষণে অংশ নেয়।
ইউএইচ/

