Site icon Jamuna Television

অতিলোভী কিছু গরু ব্যবসায়ীর জন্য সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

অতিলোভী কিছু গরু ব্যবসায়ীর জন্য সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ৯৬ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির আধুনিকায়নে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রী আরও বলেন, সীমান্ত সুরক্ষিত করতে ত্রিমাত্রিক এ বাহিনীর আধুনিকায়নে এরই মধ্যে সার্ভেইলেন্স ইকুইপমেন্ট স্থাপন, এটিভি ও অত্যাধুনিক এপিসি, রায়ট কন্ট্রোল ভেহিক্যাল, ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান, অত্যাধুনিক এন্টি ট্যাংক গাইডেড উইপন সংযোজন করা হয়েছে। ভুল বোঝাবুঝি আর অতিলোভ সীমান্তে হত্যার কারণ।

এ সময় সীমান্তের নানা সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান বাহিনীর মহাপরিচালক। দেশের ৯টি ভেন্যুতে মোট ২ হাজার ৭৩৬ জন এই ব্যাচের প্রশিক্ষণে অংশ নেয়।

ইউএইচ/

Exit mobile version