Site icon Jamuna Television

ওজিলের যৌনজীবন নিয়ে রিয়াল সভাপতির অডিও ফাঁস

এবার ফাঁস হলো মেসুত ওজিলকে নিয়ে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের একগাদা আপত্তিকর মন্তব্য। ছবি: সংগৃহীত

আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের অডিওবার্তা ফাঁস করলো স্প্যানিশ পত্রিকা এল কনফিডেন্সিয়াল। ইকার ক্যাসিয়াস, রাউল গঞ্জালেস, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদো নাজারিওর নানা দোষ নিয়ে আজেবাজে মন্তব্যের পর এবার ফাঁস হয়েছে জার্মান তারকা মেসুত ওজিল সম্পর্কে পেরেজের একগাদা কুরুচিপূর্ণ ও বেফাঁস সব মন্তব্য।

সবশেষ ফাঁস হয়েছে তুর্কি বংশোদ্ভূত জার্মান মুসলিম ফুটবলার মেসুত ওজিলের যৌনজীবন নিয়ে পেরেজের আপত্তিকর মন্তব্য।

ফাঁস হওয়া অডিওতে পেরেজকে বলতে শোনা গেছে, ২১ বছর বয়সে ওজিল যখন মাদ্রিদে এল তখন ওর সাথে একজন বান্ধবী ছিল। কিন্তু মাদ্রিদের জীবনযাত্রা খুব দ্রুতই বুঝে গেল ওজিল। পরিবর্তন আনলো নিজের জীবনযাত্রায়। বান্ধবীকে ত্যাগ করে মিলানের এক ইতালিয়ান মডেলের প্রেমে পড়ে। কদিন পরপরই নিজের প্রাইভেট জেটে করে ওই মডেলের কাছে যেত সে, একান্তে সময় কাটাতো ও ফিরে আসতো।

স্পেনের সাংবাদিক হোসে আন্তোনিও আবেলানের সাথে আলাপকালে ওজিলকে নিয়ে এমন সব কথা বলেছিলেন রিয়াল মাদ্রিদ সভাপতি।

এখানেই থামেননি পেরেজ। তাকে আরও বলতে শোনা যায়, ওজিল একদিন ক্ষেপে যায় কোচ মরিনহোর উপর। মরিনহো হেসে তাকে বলেছিলেন, ওই ইতালিয়ান মডেলের সাথে শারীরিক সম্পর্ক আছে পুরো এসি মিলান ও ইন্টার স্কোয়াডের। এমনকি বাদ যায়নি তাদের কোচিং স্টাফরাও। আমার মনে হয়, এ কথার পর ওই বান্ধবীকেও ত্যাগ করেছে ওজিল।

Exit mobile version