Site icon Jamuna Television

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা ২১ রোহিঙ্গা আটক

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গা।

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহর থেকে নারী-শিশুসহ ২১ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। ভারত থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

শনিবার (১৭ জুলাই) সকালে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ২১ রোহিঙ্গাকে আটক করা হয়। এরা বাংলাদেশে অনুপ্রবেশ করে কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

আটক রোহিঙ্গাদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। এর আগে গত ২ জুলাই সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া কুতুপালং ও বালুখালি শরনার্থী শিবির থেকে পালিয়ে আসা ১৪ জন রোহিঙ্গা শরণার্থীকে শহরের একই এলাকা থেকে আটক করেছিল পুলিশ।

মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে আইনী প্রক্রিয়ায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। এছাড়া তারা পাচারের স্বীকার কি না অথবা কোনো দালালচক্র জড়িত কি না তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এসএন

Exit mobile version