Site icon Jamuna Television

আহত তালেবান সদস্যদের চিকিৎসা দিচ্ছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকায় আফগান বাহিনীর সাথে সংঘর্ষে আহত তালেবান সদস্যদের চিকিৎসা দিচ্ছে পাকিস্তান।

বার্তা সংস্থা এপি’র প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা যায় পাকিস্তানের চমন এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তালেবান সদস্যদের।

গেল কয়েকদিন ধরেই পাকিস্তানের চমন সীমান্তের অপর প্রান্তে আফগানিস্তানের স্পিন বলদাক এলাকায় সরকারি বাহিনীর সাথে তালেবানের তুমুল লড়াই চলছে। আফগান সেনাদের অভিযানের মুখে পিছু হটতে শুরু করে তালেবান সদস্যরা। এ অবস্থায় আহত তালেবানরা সীমান্ত পার হয়ে পাকিস্তানে আশ্রয় নেয়।

স্পিন বলদাক এলাকার ওই সংঘাতে প্রাণ যায় পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকির।

Exit mobile version