Site icon Jamuna Television

সেনা মোতায়েনের পর দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক

ছবি: সংগৃহীত

সপ্তাহজুড়ে সহিংসতা এবং লুটপাটের পর কিছুটা স্বাভাবিক দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি। শুক্রবার (১৬ জুলাই) হামলা-লুটতরাজে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

পরিদর্শনকালে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, সেনা মোতায়েনের পর নিয়ন্ত্রণে এসেছে সহিংসতা। তিনি অভিযোগ করেন, এ সহিংসতা পূর্বপরিকল্পিত। দক্ষিণ আফ্রিকার স্থিতিশীলতা নষ্ট করতেই এ অরাজকতা চালানো হয়েছে। এছাড়াও দাঙ্গায় জড়িতদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দেন রামাফোসা।

টানা এক সপ্তাহের সহিংসতায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। লুটপাট ঠেকাতে শুক্রবার রাস্তায় নামে ২৫ হাজার সেনা সদস্য। থমথমে অবস্থার মধ্যে দক্ষিণ আফ্রিকা ছাড়তে বিমানবন্দরে ভিড় করছেন অনেক প্রবাসী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বড় অংশই ভারত-পাকিস্তান ও বাংলাদেশের।

উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুক্তির দাবিতে গত সপ্তাহে নজিরবিহীন সহিংসতা চালায় তার সমর্থকরা।

Exit mobile version