ওয়ানডে সিরিজের ২য় একদিনের ম্যাচে কাল (১৮ জুলাই) মুখোমুখি হবে জিম্বাবুয়ে-বাংলাদেশ। হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে লিটন দাসের সেঞ্চুরি আর সাকিবের ৫ উইকেট শিকারে ১৫৫ রানের বিশাল জয় দিয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। এই জয় আইসিসি সুপার লিগে বাংলাদেশের ২য় অবস্থান আরো সুসংহত করেছে। ২য় ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। একই সাথে সুপার লিগের শীর্ষে থাকা ইংল্যান্ডের সাথে ব্যবধান কমানোর ভালো সুযোগ থাকছে বাংলাদেশের জন্য।

