Site icon Jamuna Television

জমে উঠছে রাজধানীর পশুর হাট

জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট।

রাজধানীতে আজ শনিবার (১৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানীর পশুর হাট। ঈদের দিন ভোর পর্যন্ত চলবে বেচাবিক্রি। ক্রেতারা কেউ কেউ আগেভাগেই পছন্দের পশুটি কিনছেন। কেউবা বাজার যাচাই করছেন। বেপারিরা আছেন হাট জমার অপেক্ষায়। ভাল দাম পাওয়ার বিষয়ে আশাবাদী বিক্রেতারা। বাজারে বড় গরুর চাইতে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি।

রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, দুই একদিন পর পশুর দাম বেড়ে যেতে পারে এমন ভাবনা থেকে কেউ কেউ আগেই কিনছেন পছন্দের পশুটি। আবার ভিড় এড়িয়ে চলা ক্রেতারাও এখন কিনছেন পশু।

আবার অনেক ক্রেতা বাজার ঘুরে দেখছেন। পশুর আমদানি, দাম যাচাই করছেন। বাজার পুরোদমে জমে উঠলে অনেকের দরদাম করে কেনার চিন্তা। ঈদের আগে কৃত্রিম সংকট না তৈরি করলে দাম এবার সহনীয় থাকবে বলে আশা ক্রেতাদের।

সারাদেশ থেকেই পাইকার ও বিক্রেতারা ঢাকায় পশু নিয়ে এসেছেন। অনেকে এখনো পথে আছেন। বাজার কেমন যাবে সে সম্পর্কে এখনও ধারণা করতে পারছেন না বিক্রেতারা। তবে তারা আশাবাদী ভাল দাম পাবার বিষয়ে।

হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা দেখা গেছে। নিরাপত্তা চৌকি বসানো ও জাল টাকা সনাক্তে ব্যবস্থা রেখেছে প্রশাসন।

/এসএন

Exit mobile version