নিলামে উঠছে নেপোলিয়নের টুপি

|

ছবি: সংগৃহীত

নিলামে উঠছে নেপোলিয়নের ব্যবহৃত একটি টুপি। আগামি সেপ্টেম্বরে টুপিটি নিলামে তুলবে নিলমকারী প্রতিষ্ঠান সথেবি।

নেপোলিয়নের দু’শ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিচারণ করতেই আয়োজিত হবে এ নিলাম। হ্যাটটির দাম সাত লাখ ডলার উঠবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ধারণা করা হয়, ১৮০৭ সালে রাশিয়া ও জার্মানের বিরুদ্ধে যুদ্ধকালে টুপিটি পড়েছিলেন নেপোলিয়ন।

এর আগে ২০১৭ সালে তার মুকুটের একটি অংশ নিলামে তোলা হয়েছিল। সেবার এর দাম উঠেছিল ৬ লাখ ২৫ হাজার ইউরো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply