Site icon Jamuna Television

করোনা নিয়ন্ত্রণে স্পেনের কাতালোনিয়ায় কারফিউ জারি

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ বাড়ায় ফের রাত্রিকালীন কারফিউ জারি স্পেনের পর্যটন অঞ্চল কাতালোনিয়ায়। শুক্রবার (১৬ জুলাই) প্রদেশের সর্বোচ্চ আদালত ঘোষণা করেন সপ্তাহব্যাপী এ কারফিউ।

রাত ১টা থেকে শুরু করে ভোর ছয়টা পর্যন্ত চলবে এ নিষেধাজ্ঞা। শনিবার (১৭ জুলাই) রাত থেকে কার্যকর হবে আদালতের নির্দেশনা।

শেষ মুহূর্তেও বাইরে জড়ো হন শত শত মানুষ। মূলত নাইট ক্লাব, রেস্টুরেন্ট, বার, পাব প্রভৃতি স্থানের জমায়েত এড়াতেই কারফিউর ঘোষণা। বার্সেলোনাসহ পর্যটন এলাকাগুলোও জারি থাকবে এ কড়াকড়ি। সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে নেয়ায় উচ্চ ঝুঁকিতে রয়েছে অঞ্চলটির বাসিন্দারা।

কর্তৃপক্ষ জানায়, শুক্রবার স্পেনে প্রতি এক লাখ পরীক্ষায় ৫’শ ৩৭ জনের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি। এর মধ্যে কাতালোনিয়ার অবস্থা সবচেয়ে শোচনীয়। সেখানে প্রতি লাখে ১১’শ ৬০ জন করোনা পজেটিভ হয়েছেন। এর প্রেক্ষিতেই আসলো আদালতের এ সিদ্ধান্ত

Exit mobile version