Site icon Jamuna Television

অলিম্পিক ভিলেজে করোনা আতঙ্ক

টোকিও অলিম্পিক । ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি শূন্য। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ এমন মন্তব্য করার দিন কয়েক পরই অলিম্পিক ভিলেজে হানা দিলো করোনা। ২৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া আসরের ভিলেজে করোনা আক্রান্তের খবর সৃষ্টি করেছে আতঙ্কের।

অলিম্পিক আয়োজক কমিটির মুখপাত্র মাসা তাকায়া সংবাদ সম্মেলনে জানিয়েছেন, স্ক্রিনিং টেস্টের রিপোর্টে অলিম্পিক ভিলেজের এক অ্যাথলেটের করোনা পজেটিভ আসার খবর পাওয়া গেছে। করোনা আক্রান্তের কেস অলিম্পিক ভিলেজে এই প্রথম পাওয়া গেল।

করোনার কারণে এবার অলিম্পিক হবে কি হবে না তা নিয়ে ব্যাপক বিতর্ক ছিল। সমালোচনা সত্ত্বেও অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাপান। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা আয়োজনের পাশাপাশি ৪৪ হেক্টর জমির ওপর তৈরি করা ভিলেজে আছে ২১টি আবাসিক বিল্ডিংয়ের বায়োবাবল। তবে সেটিও করোনার হানা থেকে রক্ষা পেলো না। তবে করোনা আক্রান্ত ব্যক্তির নাম বা পরিচয় জানায়নি আয়োজক কর্তৃপক্ষ।

Exit mobile version