Site icon Jamuna Television

জমকালো আয়োজনে অবকাশে গেল হাতির দল

দেড় মাসের অবকাশ যাপনে পাঠানো হলো কেরালার মন্দিদের হাতিদের।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক মাসের অবকাশে গেলো ভারতের কেরালা রাজ্যের এক দল হাতি।
আজ শনিবার (১৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে হাতিদের অবকাশে যাবার এ উৎসবের সূচনা হয় কেরালার মন্দিরে।

কেরালার ভাদাকুন্নাথান মন্দিরের এই ঐতিহ্যবাহী আয়োজনে যোগ দেন কয়েকশ ভক্ত। কেরালার এ মন্দিরে প্রায় ৫০টি হাতি রয়েছে। সারা বছরই ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় কাটে এদের। এ কারণে, প্রতি বছর এক মাসের বিশ্রামে পাঠানো হয় হাতিগুলোকে। মন্দিরটির এ রেওয়াজ আনায়ুতু নামে পরিচিত।

অবকাশে এই হাতিদের জন্য থাকবে বৈচিত্র্যময় খাবারের মেন্যু।

অবকাশকালীন সময়ে হাতিগুলোকে ভাল ভাল খাবার সরবরাহ করা হয়। খাবার তালিকায় থাকে বিভিন্ন পদের ফলমূল ও রান্না করা ভাত এবং মিষ্টান্ন। পূর্ণ বিশ্রামে থাকা অবস্থায় ছোটখাটো চিকিৎসাও চলে। ধারণা করা হয়, হাতিগুলোর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এ অবকাশ চর্চা। বর্ষায় মন্দিরের শোভাযাত্রা কম থাকায়, প্রতি বছর এ সময়টাতেই অবকাশে পাঠানো হয় মন্দিরের হাতিরগুলোকে।

Exit mobile version