জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক মাসের অবকাশে গেলো ভারতের কেরালা রাজ্যের এক দল হাতি।
আজ শনিবার (১৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে হাতিদের অবকাশে যাবার এ উৎসবের সূচনা হয় কেরালার মন্দিরে।
কেরালার ভাদাকুন্নাথান মন্দিরের এই ঐতিহ্যবাহী আয়োজনে যোগ দেন কয়েকশ ভক্ত। কেরালার এ মন্দিরে প্রায় ৫০টি হাতি রয়েছে। সারা বছরই ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় কাটে এদের। এ কারণে, প্রতি বছর এক মাসের বিশ্রামে পাঠানো হয় হাতিগুলোকে। মন্দিরটির এ রেওয়াজ আনায়ুতু নামে পরিচিত।
অবকাশে এই হাতিদের জন্য থাকবে বৈচিত্র্যময় খাবারের মেন্যু।
অবকাশকালীন সময়ে হাতিগুলোকে ভাল ভাল খাবার সরবরাহ করা হয়। খাবার তালিকায় থাকে বিভিন্ন পদের ফলমূল ও রান্না করা ভাত এবং মিষ্টান্ন। পূর্ণ বিশ্রামে থাকা অবস্থায় ছোটখাটো চিকিৎসাও চলে। ধারণা করা হয়, হাতিগুলোর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এ অবকাশ চর্চা। বর্ষায় মন্দিরের শোভাযাত্রা কম থাকায়, প্রতি বছর এ সময়টাতেই অবকাশে পাঠানো হয় মন্দিরের হাতিরগুলোকে।

