Site icon Jamuna Television

করোনা মহামারির বিরুদ্ধে মানুষের জয় হবেই: চীনা প্রেসিডেন্ট

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

করোনা মহামারির বিরুদ্ধে মানুষের জয় হবেই। এমন আশাবাদ ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেছেন, পারষ্পরিক সহযোগিতার মাধ্যমেই দুঃসময়কে জয় করবে পৃথিবী।

প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন, একটি প্রবাদ আছে, সূর্যের দিকে মুখ রাখো। তাহলে ছায়া তোমার পেছনে পড়ে থাকবে। আমার দৃঢ় বিশ্বাস মহামারির সাথে মোকাবিলায় মানুষই জয়ী হবে। তবে এর জন্য পারস্পারিক সহায়তা জারি রাখতে হবে। আসুন বিশ্বের এ দুঃসময়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে একে অপরকে সাহায্য করি।

Exit mobile version