Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যুর শীর্ষে ঢাকা বিভাগ

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা শনাক্ত এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর হিসেবে শীর্ষে অবস্থান করছে ঢাকা বিভাগ। এই বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট ১৫২০২ টি নমুনা পরীক্ষার বিপরীতে ৪৪৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর একই সময় ব্যবধানে বিভাগটিতে করোনার আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮২ জন।

শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিভাগের মধ্যে শুধু ঢাকা মহানগরেই শনাক্ত হয়েছেন ৩২৭১ জন এবং মারা গেছেন ৩২ জন। এছাড়া, ফরিদপুর জেলায় শনাক্ত ৩০৫ জন ও মৃত্যু ১২ জন, গাজীপুর জেলায় শনাক্ত ১৩৮ জন ও মৃত্যু ১১ জন, গোপালগঞ্জ জেলায় শনাক্ত ২৮ জন ও মৃত্যু ৪ জন, কিশোরগঞ্জ জেলায় শনাক্ত ৮৬ জন ও মৃত্যু ১ জন, মাদারীপুর জেলায় শনাক্ত ১৪ জন ও মৃত্যু ৪ জন, মানিকগঞ্জ জেলায় শনাক্ত ২৪ জন ও মৃত্যু ১ জন, মুন্সিগঞ্জ জেলায় শনাক্ত ৯৭ জন ও মৃত্যু ২ জন, নারায়ণগঞ্জ জেলায় শনাক্ত ২০৯ জন ও মৃত্যু ৪ জন, নরসিংদী জেলায় শনাক্ত ৬৪ জন ও মৃত্যু ২ জন, রাজবাড়ী জেলায় শনাক্ত ১৩৮ জন ও মৃত্যু ২ জন, শরিয়তপুর জেলায় শনাক্ত ১৪ জন ও মৃত্যু নেই এবং টাঙ্গাইলে ৯৭ জন শনাক্ত এবং ৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগে ৫৮৮২ নমুনা পরীক্ষার বিপরীতে ১৮৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন ৩২ জন। রাজশাহী বিভাগে ৩০৮৩ নমুনা পরীক্ষার বিপরীতে ৫৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন ২০ জন। খুলনা বিভাগে ১৯২৭ নমুনা পরীক্ষার ৫৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন ৪৯ জন।

বরিশাল বিভাগে ৩২১ নমুনা পরীক্ষার বিপরীতে ১৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন ৫ জন। সিলেট বিভাগে ৯০২ নমুনা পরীক্ষার বিপরীতে ৩৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন ২ জন। রংপুর বিভাগে ১১৭৪ নমুনা পরীক্ষার বিপরীতে ৩৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন ১০ জন। ময়মনসিংহ বিভাগে ৭২৩ নমুনা পরীক্ষার বিপরীতে ১৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন ৪ জন।

/এসএন

Exit mobile version