Site icon Jamuna Television

শ্রীদেবীর মৃত্যু নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে তারকাদের ক্ষোভ

শ্রীদেবীর মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমের খবর পরিবেশনে বাড়াবাড়িতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে তারকারা। অভিনেত্রীর মৃত্যুরহস্য নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যেমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা অনেক তারকাদের মতে ‘অশোভন’ ও ‘অসংবেদনশীল’।

অভিনেতা-গায়ক ফারহান আখতার টুইট করে লেখেন, অশোভনতার কোনও সীমা হয় না। শ্রীদেবী অভিনীত সদমা ছবির পোস্টার পোস্ট করে অভিনেত্রী বিদ্যা বালন লেখেন, আশা করি ওরা আপনাকে শান্তিতে চিরনিদ্রায় থাকতে দেবে..।

অমিতাভ বচ্চন লেখেন, ভালবাসুন.. এটাই একমাত্র স্থায়ী জিনিস।

ক্ষুব্ধ ঋষি কাপুর লেখেন, শ্রীদেবী কী করে আচমকাই ‘দেহ’ হয়ে গেলেন। সমস্ত টিভি চ্যানেলেই বলা হচ্ছে, তার দেহ রাতের মধ্যেই মুম্বইতে এসে পৌঁছবে। অকস্মাৎ তোমার সমস্ত পরিচয় হারিয়ে গেল আর শুধুমাত্র একটা মৃতদেহে পর্যবসিত হল।

ফ্যাশন ডিজাইনার মাসাবা মানুষকে আহ্বান করেন, এধরনের খবর দেখার চেয়ে টিভি বন্ধ রাখুন। বলেন, বিশ্বাসই হচ্ছে না, খবরের চ্যানেলগুলি এত নিচে নামতে পারে।

অভিনেতা সোনু সুদ লেখেন, ভাবি, একজন লেজেন্ডের সম্পর্কে এধরনের খবর করে ওরা শান্তিতে ঘুমোতে পারে তো? রোহিত রায় লেখেন, মানছি মানুষকে বিস্তারিত তথ্য জানানো জরুরি, কিন্তু তাই বলে এমন করে?

 

Exit mobile version