গুগলের চেয়েও দক্ষ পাকিস্তানের অন্ধ ক্রিকেট পরিসংখ্যানবিদ

|

শহীদ আফ্রিদির সাথে ক্রিকেট পরিসংখ্যানবিদ সোহাইল খান। ছবি: সংগৃহীত

সৃষ্টিকর্তা তাকে দৃষ্টিশক্তি না দিলেও সেই প্রতিবন্ধকতাকে পেছনে ফেলেছেন পাকিস্তানের সোহাইল খান। শুধু তাই নয়, অন্ধ এই ক্রিকেট পরিসংখ্যানবিদ নাকি গুগলের চেয়েও দক্ষ! জন্মগত প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে ক্রিকেটের তথ্য-উপাত্ত মনে রাখা ও সেসব নির্ভুলভাবে প্রকাশ করায় পাকিস্তানের সোহাইল খান সাড়া ফেলেছেন ক্রিকেট জগতে।

পাকিস্তানে এনসাইক্লোপিডিয়া অব ক্রিকেট নামে খ্যাত সোহাইল খানকে প্রথম অন্ধ ক্রিকেট পরিসংখ্যানবিদ হিসেবে স্বীকৃতি দেয় দেশটির সিন্ধু প্রদেশের ক্রীড়া সংবাদকর্মী অ্যাসোসিয়েশন (এসজেএএস)।

সোহাইল খান বলেন, ক্রিকেটের মতই এর পরিসংখ্যানের প্রতি আমার আগ্রহ সবসময়ের। তাই পাকিস্তানের ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচগুলোয় আমি সবসময় কান পেতেছি।

শতবর্ষেরও পুরোনো এ খেলার নানা তথ্য-উপাত্ত সোহাইল খানের ঠোটস্থ। ক্রিকেট পরিসংখ্যানবিদের পাশাপাশি তিনি একজন সংবাদকর্মীও। তার শৈশব কেটেছে টিভি ও রেডিওতে ক্রিকেট ধারাভাষ্য শুনে। দৃষ্টি প্রতিবন্ধকতাকে কীভাবে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে গেছেন শুনিয়েছেন সেই গল্পও।

সোহাইল বলেন, মানুষের সাথে হাত মিলিয়ে চিনতে পারি। মূলত আমি কাজ করি মোবাইল অ্যাপসের মাধ্যমে। টকিং সফটওয়ারের মাধ্যমে আমি কিছু পরিসংখ্যান মোবাইলে সংরক্ষণ করে থাকি। আসলে নিজের মস্তিষ্ককে নানা কাজে দক্ষ করে কাজগুলো করছি।

ক্রিকেটের খুঁটিনাটি সব গল্পের দিন তারিখসহ বিস্তারিত সব কিছুই মনের ক্যানভাসে চিত্রায়িত করেছেন সোহাইল। অনেক সময় সে সব তথ্য গুগলে খুঁজে বের করার আগেই উত্তর দিয়েছেন এই গুণী মানুষটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply