Site icon Jamuna Television

প্রথমবার বাংলা ছবিতে রীতেশ দেশমুখ

রীতেশ দেশমুখ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক রীতেশ দেশমুখ। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে টালিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবির পরিচালক কবীর লাল।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে চলেছেন রীতেশ। জনপ্রিয় স্প্যানিশ ছবি ‘জুলিয়াস আইস’-এর বাংলা রিমেক হবে ছবিটি।

‘অন্তর্দৃষ্টি’ নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, মুম্বাইতে এই ছবির শুটিং চলছে এখন। এর আগে দেরাদুনেও শুটিং হয়েছে। ছবিতে রীতেশ আমার বসের ভূমিকায় রয়েছেন। শুট করার সময় রীতেশের সঙ্গে প্রচুর আড্ডা হয়েছে। এটি একটি দারুণ অভিজ্ঞতা।

ঋতুপর্ণা আরও জানান, বাংলা ছবির প্রতি দারুণ আগ্রহ রীতেশের। এমনকি ভালো বাংলা চিত্রনাট্য পেলে বাংলা ছবিতে আরও কাজ করতে চান বলিউডের এই অভিনেতা।

এর আগে ডেভিড ধাওয়ানের ‘ডু নট ডিসটার্ব’ ছবিতে ঋতুপর্ণার সঙ্গে দেখা গিয়েছিল রীতেশ দেশমুখকে।

‘অন্তর্দৃষ্টি’ ছবিটি হবে একেবারেই থ্রিলারধর্মী। এই ছবিতে ঋতুপর্ণার বিপরীতে দেখা যাবে শন বন্দ্যোপাধ্যায়কে। এই প্রথমবার শনের সঙ্গে জুটি বেঁধেছেন ঋতুপর্ণা। ছবিতে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তীকেও। একসঙ্গে বাংলা, তামিল, কন্নড়সহ মোট চারটি ভাষায় তৈরি হচ্ছে এই ছবি। তবে এই ছবির হিন্দি রিমেকে দেখা যাবে তাপসী পান্নুকে।

Exit mobile version