Site icon Jamuna Television

‘একটি গোষ্ঠী ধর্মের নামে করোনা নিয়ে মিথ্যাচার করেছে, তাই সারাদেশে করোনা ছড়িয়ে পড়েছে’

মাহবুবউল আলম হানিফ। ফাইল ছবি।

আওয়ামী লীগ যখন মানুষকে করোনার সম্পর্কে সচেতন করে আসছিল, সেই মুহূর্তে একটি গোষ্ঠী ধর্মের নামে করোনা নিয়ে মিথ্যাচার করে, সেই জন্য সারাদেশে আজ করোনা ছড়িয়ে পড়েছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সকালে রাজধানীর ভাটারায় ছিন্নমূল, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। খাদ্যসামগ্রী বিতরণের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য একেএম রহমতউল্লাহ, সংসদ সদস্য হাবীব হাসানসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Exit mobile version