Site icon Jamuna Television

ঢাকার উদ্দেশে জামালপুর ছেড়ে গেছে ক্যাটল স্পেশাল ট্রেন

জামালপুর ছেড়ে গেছে ক্যাটল স্পেশাল ট্রেন।

কোরবানি উপলক্ষে পশু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন জামালপুরের ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬ টায় ইসলামপুর রেল স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

রাতে ২৩ টি ওয়াগন নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দ্বিতীয় ট্রেনটি। এতে ইসলামপুর থেকে ১৮ টি, মেলান্দহ থেকে ৩ টি ও ময়মনসিংহ থেকে ২ ওয়াগনে মোট ৩৬৪ টি গরু নিয়ে যাবেন গরু ব্যবসায়ীরা।

রেলে খরচ কম ও নিরাপদ হওয়ায় স্বস্তি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইসলামপুর থেকে প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা।

Exit mobile version