Site icon Jamuna Television

গাজীপুরে অটোরিকশার ওপর ট্রাক উল্টে ২ জন নিহত, আহত ২

সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গাজীপুরে যাত্রীবাহী অটোরিকশার ওপর ড্রাম্প ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।

শনিবার (১৭ জুলাই) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ময়মনসিংহগামী লবনবাহী ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ২ জন নিহত হয়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা সড়কে বন্ধ থাকে যান চলাচল।

এসময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার পর ঘাতক ট্রাকটির চালক পালিয়ে গেছে।

Exit mobile version