Site icon Jamuna Television

আজ ১ম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-ভারত

আজ বিকেল সাড়ে ৩ টায় ভারতের বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক শ্রীলংকা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ কলম্বোয় সফরকারী ভারতের মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

ইংল্যান্ড সফররত ভারতীয় টেস্ট দলের সদস্য কোহলি-রোহিতদের মতো শীর্ষ ক্রিকেটারদের ছাড়াই শ্রীলঙ্কা সফরে গেছে ভারত। অন্যদিকে শীর্ষ পাঁচ ক্রিকেটার ছাড়া শ্রীলঙ্কা দলটিতেও রয়েছে তারুণ্যের প্রাধান্য। শেষ মুহূর্তে ইনজুরিতে কুশল পেরেরার ছিটকে পড়া লঙ্কানদের জন্য বড় ধাক্কা। দাসুন সানাকার নেতৃত্বে এই ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চায় দেশটি। সবশেষ ৫ ম্যাচে মাত্র একটি জয় আছে শ্রীলংকার।

অন্যদিকে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত দলে আছে আইপিএলের পরীক্ষিত সব ক্রিকেটার। ধাওয়ান নিজে আছেন ৬ হাজার রানের দ্বারপ্রান্তে। ২০১২ সালের পর শ্রীলঙ্কার মাটিতে কোন ওয়ানডে ম্যাচ হারেনি ভারত।

ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, কুলদ্বীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের মধ্যে দারুণ রসায়ণ রয়েছে, সাথে আছে পরীক্ষিত কুনাল,পান্ডিয়া,রাহুল। আসলেই আমাদের স্পিন ডিপার্টমেন্টও রয়েছে দারুণ ফর্মে। ওরা এই সিরিজে ব্যবধান গড়ে দিতে পারে, প্রচুর উইকেট ওরা নেবে।

ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা বলেন, একদিক দিয়ে দুই দলই একই জায়গায় দাঁড়িয়ে। প্রচুর নতুন খেলোয়াড় দুই দলেই। হ্যাঁ ওরা সবাই আইপিএল খেলে খ্যাতি পেয়েছে, তবে এটা আর্ন্তজাতিক ক্রিকেট। এখানে দুদলের সামনেই সমান সুযোগ।

Exit mobile version