Site icon Jamuna Television

মক্কা থেকে মিনার পথে হজযাত্রীরা, মানা হচ্ছে স্বাস্থ্যবিধি

মক্কা থেকে মিনার পথে হজযাত্রীরা, মানা হচ্ছে স্বাস্থ্যবিধি

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের অংশ হিসেবে মিনায় জড়ো হচ্ছেন মুসল্লিরা। করোনা সতর্কতার অংশ হিসেবে এবার মক্কা থেকে ধাপে ধাপে বাসে করে হজযাত্রীদের নেয়া হচ্ছে তাঁবুর নগরীতে।

আজ সারাদিন মিনাতেই অবস্থান করবেন মুসল্লিরা। সোমবার ফজরের নামাজ পড়ে যাবেন আরাফাতের ময়দানে। সেখানেই বয়ান করা হবে পবিত্র হজের মূল খুতবা। একসাথে জোহর এবং আসরের নামাজ আদায়ের পর আবারও মক্কার উদ্দেশে করতে হবে যাত্রা। পরদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্যে দিয়ে সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা।

করোনা মহামারির কারণে, সৌদিতে বসবাসকারী মাত্র ৬০ হাজার নিবন্ধিত মুসল্লি পেয়েছেন হজ পালনের সুযোগ। মহামারি পরিস্থিতিতে টানা দ্বিতীয় বছরের মতো সীমিত পরিসরে পালিত হচ্ছে হজ।

এনএনআর/

Exit mobile version