Site icon Jamuna Television

বর্ণবাদের প্রতিবাদে না খেলেই মাঠ ছেড়েছে জার্মান দল

জার্মান অলিম্পিক দলের মিডফিল্ডার জর্ডান টনারিগার। ছবি: সংগৃহীত

এবার বর্ণবাদের শিকার হয়েছেন জার্মান অলিম্পিক দলের মিডফিল্ডার জর্ডান টনারিগার। অলিম্পিক ফুটবলের প্রস্তুতি ম্যাচ হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষের ম্যাচে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতেই মাঠ ছাড়ে পুরো জার্মান দল। ম্যাচে তখন ছিলো ১-১ সমতা। অভিযোগের তীর হন্ডুরাস ফুটবলারদের দিকে। যা টুইট বার্তায় নিশ্চিত করেছে হন্ডুরাস।

ঘটনার পর বর্ণবাদের শিকার টনারিগার কাছে ক্ষমা চেয়েছে হন্ডুরাস দল। ফলে ঘটনার নিষ্পত্তি হয় মাঠেই।

ঘটনার শিকার জর্ডান টনারিগারের দাবি, পুরো ম্যাচে বেশ কয়েকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। জাপানের ইয়োকোহামা অনুষ্ঠিত ম্যাচটি ছিলো দর্শকবিহীন।

Exit mobile version