Site icon Jamuna Television

জটিলতা কাটিয়ে ফের চালু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

ওয়েবসাইট জটিলতা কাটিয়ে ফের চালু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট।

ডিএসই’র ওয়েবসাইটে এক নোটিশের মাধ্যমে জানানো হয়, দুপুর ১২:৩০ মিনিট থেকে পুনরায় চালু হয়েছে। তবে দিনের লেনদেন কখন শেষ হবে তা পরে জানানো হবে। নোটিশে তারা এই জটিলতার কারণে ক্ষমা চেয়েছেন।

এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কারিগরি জটিলতার কারণে লেনদেন বন্ধ ছিল।

জানা যায়, লেনদেন শুরু হওয়ার পর সকাল ১১টা ৯ মিনিট থেকে ওয়েবসাইটে জটিলতা শুরু হয়।

উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ ওয়েবসাইটের কারিগরি জটিলতার কারণে বন্ধ থাকে লেনদেন। ওই দিন লেনদেন বন্ধ থাকে ১৫ মিনিট। এরপর ১৮ মার্চও একই সমস্যার কারণে ৪০ মিনিট আপডেট বন্ধ ছিল ডিএসই ওয়েবসাইট।

Exit mobile version