Site icon Jamuna Television

প্রশাসনিক কর্মকর্তাদের জনকল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

প্রশাসনিক কর্মকর্তাদের জনকল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুধু সরকারের সুযোগ সুবিধা ভোগ নয়, জনগণের কল্যাণে প্রশাসনিক কর্মকর্তাদের কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কৃষক, শ্রমিক ও সাধারণ খেটে খাওয়া মানুষদের সম্মান করতে হবে।

আজ রোববার (১৮ জুলাই) সকালে সকল মন্ত্রণালয় ও বিভাগ সমূহের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কলের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বার্ষিক চুক্তি সম্পাদন ও শুদ্ধাচারে বিজয়ী মন্ত্রণালয় ও ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণের জন্য সেবামূলক প্রশাসন গড়ে তোলা প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব। আমাদের এগিয়ে যাওয়ার পথে কোভিড বাধা সৃষ্টি করেছে; তবে সকলে মিলে তা মোকাবেলা করছি। বক্তব্য শেষে কোভিড পরিস্থিতির মধ্যেও যারা কাজ করে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Exit mobile version