Site icon Jamuna Television

খুলনা বিভাগে করোনায় আরও ৫১ মৃত্যু

খুলনা বিভাগে করোনায় আরও ৫১ মৃত্যু

ছবি: সংগৃহীত

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। বেড়েছে শনাক্তের সংখ্যাও। গেল একদিনে বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৫ জনের।

এর আগে গতকাল শনিবার বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৬ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, বাগেরহাটে ৩ জন; সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮১ হাজার ৪২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩২৩ জন।

এনএনআর/

Exit mobile version