Site icon Jamuna Television

রাতে দুইবারে ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

রাত পৌনে বারোটায় একটি ও তিনটার দিকে আরও একটি ফ্লাইটে চীন থেকে মোট ২০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। ছবি: ঢাকস্থ চীনা দূতাবাস।

১০ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন নিয়ে চীন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত পৌনে বারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এরপর রাত ৩টার দিকে অন্য একটি ফ্লাইটে আরও ১০ লাখ ডোজ টিকা এসেছে ঢাকায়। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দর থেকে ওই টিকা গ্রহণ করেন।

রোববার (১৮ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুটি ফ্লাইটে মোট ২০ লাখ ডোজ টিকা এসেছে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ৫১ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছালো। সরকারের ক্রয় চুক্তির দ্বিতীয় চালান হিসেবে এলো সিনোফার্মের এই টিকাগুলো।

চলতি বছরের ৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আর ১৯ জুন থেকে সারাদেশের হাসপাতালগুলোতে সিনোফার্মের ওই টিকা প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

Exit mobile version